PKSF Knowledge Hub on
Climate Change

This Knowledge Repository is an open access platform for research outputs and knowledge products.

গ্রিন ক্লাইমেট ফান্ড প্রশিক্ষণ মডিউল সেশন গাইড



Abstract

জলবায়ু পরিবর্তন একুশ শতকের অন্যতম বৈশ্বিক ঝুঁকি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলার উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০৯ সালে “বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি এন্ড এ্যাকশন প্ল্যান (বিসিসিএসএপি)” প্রণয়ন করেছে এবং ২০১০ সালে বিসিসিএসএপি বাস্তবায়নের লক্ষ্যে উনড়বয়ন সহযোগী দেশসমূহের আর্থিক সহায়তায় “বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড (বিসিসিআরএফ)” নামে একটি তহবিল গঠন করে। বিসিসিআরএফ-এর ৯০ শতাংশ অর্থ সরকারি প্রকল্পে বরাদ্দ প্রদান করা হয় এবং অবশিষ্ট ১০ শতাংশ অর্থ এনজিওসমূহের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট অভিযোজন কার্যμম বাস্তবায়নে ব্যবহƒত হয়েছে। জাতীয় বাজেট হতে অর্থায়নের দ্বারা গঠিত হয়েছে। ক্লাইমেট চেঞ্চ ট্রাষ্ট ফান্ড। এছাড়াও, বেসরকারি/এনজিও পর্যায়ে স্থানীয় পর্যায়ে, জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট অভিযোজন ও প্রশমন কার্যμম চলমান রয়েছে। অর্থাৎ সরকারি-বেসরকারি সকল পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক কার্যμম পরিচালার জন্য জ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে। জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য জিসিএফ-এর সহায়তায় রেডিনেস সাপোর্ট প্রকল্পের মাধ্যমে পিকেএসএফ বিভিনড়ব সরকারি/বেসরকারি 􀃌তি􀅿ান, পিকেএসএফ-এর সহযোগী সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জিসিএফ-এর তহবিলের 􀈆বহার দ􀃬তার 􀌼�ি�র জ􀈄 কাজ করছে। এরই ধারাবাহিকতায় বিভিনড়ব সরকারি/বেসরকারি সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য পিকেএসএফ-এর পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ইউনিট জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করেছে। প্রশিক্ষণ মডিউলটি সহজ সরল ভাষায় সংশ্লিষ্ট সকল বিষয় সংযুক্ত করে প্রস্তুত করা হয়েছে। প্রশিক্ষণ মডিউলটিতে আবহাওয়া ও জলবায়ু, জলবায়ু পরিবর্তনের কারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় এবং গ্রিন ক্লাইমেট ফান্ড-এর কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। পিকেএসএফ-এর বিভিনড়ব প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতাকে একত্রিত করে মাঠ পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ মডিউলটি প্রণয়ন করা হয়েছে। প্রশিক্ষণ মডিউলটি তিনটি খন্ডে বিভক্ত (মডিউল-১: জলবায়ু পরিবর্তন বিষয়ক ধারণা, মডিউল ২: পরিবেশ বিষয়ক প্রাথমিক ধারণা এবং মডিউল-৩: জিসিএফ এর কার্যপ্রণালী বিষয়ক ধারণা)। জলবায়ু পরিবর্তনের দ্বারা ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর অভিযোজন সক্ষম করে গড়ে তুলতে বিভিনড়ব পর্যায়ে নিয়োজিত উনড়বয়কর্মীদের জন্য এই প্রশিক্ষণ মডিউলটি কার্যকরি ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। প্রশিক্ষণ মডিউলটি মৌলিক কোনো গ্রন্থ নয়, বিভিনড়ব সেকেন্ডারি উৎস্য থেকে সংকলিত এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতার আলোকে প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে একটি অভ্যন্তরীণ কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে প্রশিক্ষণ মডিউলটি চূড়ান্ত করা হয়েছে। মডিউলটি একটি পরিবর্তনশীল ডকুমেন্ট হিসেবে বিবেচিত হবে। সময় সময় নতুন এবং প্রয়োজনীয় তথ্যাদি সংযোজন/বিয়োজনের মাধ্যমে হালনাগাদ করা হবে। মডিউলটি সকলের জন্য উন্মুক্ত তবে, প্রাথমিকভাবে মডিউলটি গ্রিন ক্লাইমেট ফান্ডের জন্য যারা প্রকল্প প্রস্তাবনা তৈরি এবং দাখিল করতে আগ্রহী তাদেরকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। তবে, আগ্রহী যে কেউই মডিউলটি ব্যবহার করতে পাবরেন। এই “প্রশিক্ষণ সেশন গাইড”- টি প্রশিক্ষণ পরিচালায় একটি গাইডলাইনের ভূমিকা পালন করবে।

Citation

গ্রিন ক্লাইমেট ফান্ড প্রশিক্ষণ মডিউল সেশন গাইড

Publisher

ECCU, PKSF

Rights Holder

PKSF

URI

https://knowledgehub.pksf.org.bd/collections/WE9qd3prenpGc1p0aTVKZGlJdFhPQT09