PKSF Knowledge Hub on
Climate Change

This Knowledge Repository is an open access platform for research outputs and knowledge products.

টেকসই উন্নয়নে জলবায়ু অর্থায়ন: বাজেট প্রতিবেদন ২০১৮-১৯



Files


Date

June, 2018

Author(s)

  • অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার


Abstract

নব্বইয়ের দশকে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পর থেকে বাংলাদেশ সামাজিক সূচকে ঈর্ষণীয় অগ্রগতিসহ টেকসই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। এ সময়ে দেশের মাথাপিছু আয় যেমন অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে তেমনি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে দারিদ্রের হার। বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সফলতার পাশাপাশি টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের পথে যাত্রা শুরু করেছে। এবছর বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের সকল মানদন্ড অর্জন করেছে- যা আমাদের উন্নয়ন অগ্রযাত্রায় একটি বিশিষ্ট মাইলফলক। উন্নয়ন চিন্তকগণ এ বিষয়ে একমত যে, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন চ্যালেঞ্জ হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব- যা নারী, শিশু, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সমাজের অন্যান্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উপর মারাত্মক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের প্রতিশ্রুতিসমূহ জাতীয় পরিকল্পনা এবং জলবায়ু সংক্রান্ত নীতি কাঠামোতে বিধৃত হয়েছে। দেশের পরিবর্তিত উন্নয়ন অগ্রাধিকারের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা (বিসিসিএসএপি) প্রণয়ন এবং এ কর্মকৌশলে চিহ্নিত বিভিন্ন থিমেটিক এরিয়ার অধীন কর্মসূচিগুলোকে বাস্তবায়নের জন্য নিজস্ব উৎস থেকে বাংলাদেশ জলবায়ু ট্রাষ্ট ফান্ড (বিসিসিটিএফ) গঠন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। অধিকন্তু, জলবায়ু অর্থায়নকে সরকারি আর্থিক ব্যবস্থাপনায় সংগ্রথিত করার পথনক্সা হিসেবে ২০১৪ সালে সরকার বাংলাদেশ ক্লাইমেট ফিসক্যাল ফ্রেমওয়ার্ক (বিসিসিএফ) প্রণয়ন করে- যা বাজেট বরাদ্দকে জলবায়ু বিষয়ক নীতি-কৌশলের সাথে সম্পৃক্ত করার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রযাত্রা। এসব যুগান্তকারী পদক্ষেপ গ্রহণে উদ্ভাবনমূলক উদ্যোগ এবং বলিষ্ঠ নেতৃত্ব দানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ২০১৫ সালে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্ব্বোচ্চ সম্মাননা “চ্যাম্পিয়ন্স অব আর্থ” এ ভূষিত করা হয়। আমি অত্যন্ত আনন্দিত যে, অর্থ বিভাগ প্রথম ‘‘জলবায়ু সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে বাজেট প্রতিবেদন ২০১৭-১৮”–এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবছর ২০টি মন্ত্রণালয়ের উপর দ্বিতীয় প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে। গতবছরের ন্যায় এবারও এ কাজে অর্থ বিভাগ কর্তৃক ইউএনডিপি-র অর্থায়নে বাস্তবায়নাধীন জলবায়ুর ঝুঁকি মোকাবেলার অর্থায়নকে সরকারি ব্যয় ব্যবস্থাপনায় অন্তর্ভুক্তকরণ (আইবিএফসিআর) প্রকল্প হতে সহযোগিতা প্রদান করা হচ্ছে। পূর্ববর্তী বছরের অভিজ্ঞতার আলোকে পাঠকদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে একটি সর্বতোমুখী (comprehensive) পদ্ধতি ব্যবহার করে এবছরের প্রতিবেদনটি প্রণয়ন করা হয়েছে। আমি আশা করি, পূর্ববর্তী বছরগুলো থেকে লব্ধ অভিজ্ঞতা আগামী বছরগুলোতে এই প্রতিবেদনে উপস্থাপিত বিশ্লেষণকে সমৃদ্ধতর করে তোলায় যথেষ্ট সহায়ক হবে।

Citation

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি);জলবায়ু;জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা (বিসিসিএসএপি);বাংলাদেশ জলবায়ু ট্রাষ্ট ফান্ড (বিসিসিটিএফ)

Publisher

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

Rights Holder

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

URI

https://knowledgehub.pksf.org.bd/collections/eGx5Ukg3RVA1K0dSeUxzdGV5WXI2QT09